ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই কর কমিশনার, এক সচিবকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
দুই কর কমিশনার, এক সচিবকে বদলি

ঢাকা: রাজস্ব প্রশাসন ও জনকল্যাণে রাজস্ব সংগ্রহে গতিশীলতা, করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত ‘সুশসান ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর’ আওতায় দুই কর কমিশনার ও এক সচিবকে বদলি করা হয়েছে।
 
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) সেলিনা খাতুন ও দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) শামসুদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশ জারি করা হয়েছে।


 
শামসুদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ এনামুল হককে কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট (আপিল) চট্টগ্রামে বদলি করা হয়েছে।
 
জাতীয় রাজস্ব বোর্ডে সংযুক্ত কমিশনার শফিকুল ইসলামকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটে বদলি করা হয়েছে।
 
সেলিনা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব সৈয়দ জাকির হোসেনকে বোর্ডের প্রথম সচিব (কর আপিল ও অব্যাহতি) হিসেবে বদলি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
আরইউ/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।