ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরির সব অর্থ ফেরত ৩-৪ মাসের মধ্যেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
রিজার্ভ চুরির সব অর্থ ফেরত ৩-৪ মাসের মধ্যেই

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের (বিবি) রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ আগামী তিন-চার মাসের মধ্যে ফেরত আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

***রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন এখনই প্রকাশিত হচ্ছে না

তিনি বলেছেন, ফিলিপাইনের আদালতে মামলা চলছে।

দ্রুতই আশা করি চুরির সব অর্থ ফেরত আনা যাবে। আর মামলা প্রক্রিয়া চলমান থাকাতেই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে না, যদি এর মধ্যে প্রকাশ করা হয়, তবে কোনো আপসেট হতে পারে। যা আমরা চাই না।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

এখন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার ফেরতের পথে রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।