ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে সিলভান 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে সিলভান 

ঢাকা: বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করতে প্রাণ-আরএফএল গ্রুপের সিলভান টেকনোলজিস লিমিটেডের সঙ্গে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক কোম্পানি এবিবি লিমিটেডের চুক্তি হয়েছে।  

রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে প্রতিষ্ঠান দু’টি ‘অরিজিনাল ইক্যুপমেন্ট ম্যানুফ্যাকচারিং’ চুক্তিটি সম্পন্ন করে।

সিলভান টেকনোলজিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান ও এবিবি লিমিটেডের মহা-ব্যবস্থাপক মোশফেক উল্লাহ রফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  

মোস্তাফিজুর রহমান জানান, এবিবির সঙ্গে এ ধরনের চুক্তি এটিই প্রথম। এবিবির কারিগরি সহায়তায় সিলভান টেকনোলজিস লিমিটেড বিশ্বমানের মিডিয়াম ভোল্টেজ টাইপ টেস্টেড প্যানেল ও প্যানেল সংক্রান্ত যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণ-এর পরিচালক ইলিয়াছ মৃধা, এবিবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হরিকিষান নারায়ণ, সহকারী মহা-ব্যবস্থাপক আরিফুজ্জামান কায়সার, সিলভান টেকনোলজিস-এর সহকারী মহা-ব্যবস্থাপক শাহাদাত হাসান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেরাজ বিন মিজান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।