ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা ছাঈদ আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সচিব ড. মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ, সদস্য ও ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব, শামছুদ্দীন জিয়া, ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা, মোহাম্মাদ আলী এবং মোহাম্মদ শহীদ উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শরিয়াহ্ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।