ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশি নাগরিকদের কর আদায়ে বিডা’র সহায়তা চায় এনবিআর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
বিদেশি নাগরিকদের কর আদায়ে বিডা’র সহায়তা চায় এনবিআর 

ঢাকা: দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের কাছ থেকে সঠিকভাবে কর আদায়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহায়তা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এনবিআর সম্মেলন কক্ষে বিনিয়োগ আকৃষ্টে এনবিআর-বিডা যৌথ পার্টনারশিপ ডায়ালগে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ সহায়তা চান।


 
মো. নজিবুর রহমান বলেন, অনেক বিদেশি বিনিয়োগকারী এদেশে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করেন। সেখানে অনেক বিদেশি নাগরিকের কর্মসংস্থান হয়। অনেক নাগরিক আয় করে কর না দিয়ে সে অর্থ দেশে নিয়ে যান। তাদের সঠিক পরিসংখ্যানও নেই। তাদের কাছ থেকে আয়কর আদায়ে বিডা সহায়তা করতে পারে।
 
বিদেশি নাগরিকদের কর সনদ যাচাইয়ে বিমানবন্দরে বুথ বসানো হয়েছে। ঈদুল ফিতরে বিমানবন্দরে এসব নাগরিকদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা আদায় করা হয়েছে। বিনিয়োগকারীদের সঙ্গে বিডার যেভাবে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে; এনবিআরের সেভাবে নেই। বিডা এ বিষয়ে বিনিয়োগকারীদের চিঠি দিলে ভালো ফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম এ ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে বলেন, বিদেশি নাগরিক নিয়োগে ছাড়পত্র প্রদানের সময় কর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানে বিদেশি নাগরিকদের রেজিস্ট্রেশন করার সময় করসহ সব কিছু অ্যাড করে দেওয়া হবে। এরপর কোনো বিদেশি নাগরিক করের আওতার বাইরে থাকবে না।
 
নিয়োগকারী প্রতিষ্ঠান ও নাগরিক সে আইন ভঙ্গ করলে আইনের আওতায় আনা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিচার করা উচিত বলে মনে করেন তিনি।
 
বিডা’র পরিচালক তৌহিদুর রহমান খান বলেন, বিনিয়োগ বৃদ্ধিতে এনবিআরের অটোমেশনের সঙ্গে বিডা’র সেবা ও সার্ভিস লিংক করে দিলে ভালো পার্টনারশিপ হবে। দেশে স্থানীয় বিনিয়োগ ৯০ শতাংশ। স্থানীয় বিনিয়োগকারীরা জিডিপিতে দুই শতাংশ অবদানসহ বহু কর্মসংস্থান সৃষ্টি করে। এরপরও তারা বৈষম্যের শিকার।
 
এসময় বিদেশি বিনিয়োগকারীদের মতো স্থানীয় বিনিয়োগকারীদের সুবিধা দেওয়া, রিসাইক্লিং শিল্পে নজর দেওয়া, বিনিয়োগকারীদের কর বিষয়ে বিবেচনাসহ ১০টি প্রস্তাব দেয় বিডা।
 
বিডা’র আওতাধীন সব বিনিয়োগকারী রাজস্ব প্রদান, পণ্য ও সেবা ক্রয়ে মূসক-কর কর্তন, কর আইন অনুসরণ ও বিদেশি নাগরিকদের উৎসে আয়কর কর্তন-এনবিআরের পক্ষ থেকে এ তিনটি প্রস্তাব দেওয়া হয়।  ডায়ালগে এনবিআর সদস্য, কর্মকর্তা ও বিডা’র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
আরইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।