ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজাজের কিউট থ্রি-হুইলার আনছে রানার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
বাজাজের কিউট থ্রি-হুইলার আনছে রানার

ঢাকা: বাংলাদেশের পরিবহন চাহিদা পূরণে বিশ্ববিখ্যাত ভারতীয় কোম্পানি বাজাজের বিকল্প জ্বালানি তথা এলপিজি এবং ডিজেল চালিত কিউট ব্র্যান্ডের থ্রি হুইলার আনছে রানার অটোমোবাইল লিমিটেড। খুব শিগগিরই বাজাজের সর্বশেষ মডেলের কিউট থ্রি হুইলারটি বাংলাদেশের বাজারে আসবে।

সোমবার (১০ অক্টোবর) রানার গ্রুপ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজাজের জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস) মনীষ শিং রাথোর বলেন, বাংলাদেশে বাজাজ এলপিজি এবং ডিজেল চালিত থ্রি-হুইলার যাত্রী ও মালবাহী যান প্রবর্তন করতে যাচ্ছে। একই সাথে আগামী ডিসেম্বরে ফোর হুইলার কিউট রানারের মাধ্যমে বাংলাদেশের বাজারে সরবরাহ করা হবে।
 
তিনি আরও বলেন, নিরাপদ, আকর্ষণীয় জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশের উপযোগী কিউট বাংলাদেশে পরিবহন খাতে বড় অবদান রাখবে। এছাড়া জনবসতিপূর্ণ নগরী ঢাকা, খুলনা ও চট্রগ্রামের উপযোগী হবে।

রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান বলেন, আমরা খুব গর্বিত বিশ্ববিখ্যাত বাজাজ কোম্পানির সহযোগী হিসেবে কাজ করতে পেরে। বাজারে আনা থ্রি-হুইলারটি বাংলাদেশের পরিবহন সেক্টরের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব বাহন হওয়ায় পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমসি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।