ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরে এসবিএসি ব্যাংকের শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
নাটোরে এসবিএসি ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: নাটোর শহরের কানাইখালি নাহার মার্কেটে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৫৪ তম শাখা উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী ফিতা কেটে ব্যাংকটির নতুন শাখার উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন।  

প্রধান অতিথির বক্তব্যে এস.কে সুর চৌধুরী বলেন, সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করে যাচ্ছে সাউথ বাংলা ব্যাংক। এতে মজবুত হচ্ছে দেশের আর্থিক খাত। দেশের বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকদেরকে ঋণ দিলে ব্যাংক যেমন মুনাফা অর্জন করবে তেমনি দেশেরও কল্যাণ হবে।  

এস.এম. আমজাদ হোসেন বলেন, সব ধরনের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকে সেবা দিতে প্রস্তুত এসবিএসি ব্যাংক ।

রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এসবিএসি। ইতোমধ্যেই আমাদের গ্রাহক সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। আমাদের ৫৪ টি শাখায় বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবাহন কর্তৃপক্ষ) সহ একাধিক সরকারি বিভিন্ন পরিসেবার বিল জমা নিয়ে থাকি।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিএসি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আযম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উক্ত শাখার ব্যবস্থাপক ও এভিপি মো. কামাল হোসেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।