ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশ’র বার্ষিক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
বগুড়ায় অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশ’র বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৭ এর ৩২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ অক্টোবর) টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশ-৭ এর গভর্নর অ্যাপেক্সিয়ান মো. সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. একেএম জাকারিয়া।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অ্যাপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি অ্যাপেক্স অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাপেক্স বাংলাদেশ এর জাতীয় সহ-সভাপতি অ্যাপেক্স খুরশীদ-উল-আলম অরুন, অ্যাপেক্স বাংলাদেশ এর আইপিএনপি অ্যাপেক্স অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান।
 
৩২তম বার্ষিক সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের আইডিজি অ্যাপেক্স অ্যাডভোকেট আমিরুল ইসলাম।
 
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া বারের সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ রেজাউর রহমান, জিপি অ্যাডভোকেট মঈনুল ইসলাম, লাইফ মেম্বার এপেক্স মো. রাজিউল্লাহ, পিডিজি অ্যাডভোকেট আব্দুল হামিদ শাহ, পিডিজি অ্যাডভোকেট হাসান বারী, এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি এপেক্স জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা জিয়ন, মাহবুবুল হক সাবু, শফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, ফেরদৌস আকতার রুনা, অ্যাডভোকেট কোহিনুর বেগম, মোস্তাকিম হোসাইন, রাশেদুল ইসলাম, শবনম সারথী মিথুন, আহসান হাবিব সেলিম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।