ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকার্স ক্লাব চিটাগাংয়ের অফশোর ব্যাংকিং কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ব্যাংকার্স ক্লাব চিটাগাংয়ের অফশোর ব্যাংকিং কর্মশালা

চট্টগ্রাম: ব্যাংকারস ক্লাব চিটাগাংয়ের আয়োজনে ইউপাস এলসি ও অফশোর ব্যাংকিংয়ের ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রাঙ্গণে কর্মশালায় ৮০ জন ব্যাংকার অংশ নেন।

কর্মশালায় সমন্বয়কারী হিসেবে ব্যাংক এশিয়ার চট্টগ্রামের এফএভিপি রফিকুল ইসলাম অফসোর ইউনিট হেডের দায়িত্ব পালন করেন।

শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রোসাঙ্গীর, চট্টগ্রামের এনসিসিবিএলের আঞ্চলিক প্রধান মোক্তার আহমেদ, ঢাকা ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মোজাম্মেল হক চৌধুরী, যমুনা ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক প্রধান বদিউল আলমসহ ক্লাবের সিনিয়র নির্বাহী সদস্যরা।

বক্তারা ব্যাংক খাতে দক্ষ জনবল গড়ে তুলতে আগামী দিনে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।