ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৩ শ্রমিকের পরিবারকে গ্রুপ বিমার অর্থ হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, অক্টোবর ২৬, ২০১৬
১৩ শ্রমিকের পরিবারকে গ্রুপ বিমার অর্থ হস্তান্তর

ঢাকা: পোশাক শিল্পে বিভিন্ন সময় কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৩ শ্রমিকের পরিবারের হাতে গ্রুপ বিমার অর্থ তুলে দিয়েছে বিজিএমইএ।
 
বুধবার (২৬ অক্টোবর) বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ অক্টোবর বিজিএমইএ অফিসে পোশাক শিল্পে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী ১৩ জন শ্রমিকের ওয়ারিশদেরকে গ্রুপ বিমা হস্তান্তর করা হয়েছে। অর্থের চেক নিহত শ্রমিকদের পরিবারের হাতে তুলে দেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।  
 
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির ও ফেরদৌস পারভেজ বিভন।  
 
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।