ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কন্টিনেন্টালের অবৈধ লেনদেন খতিয়ে দেখতে কমিটি গঠন

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
কন্টিনেন্টালের অবৈধ লেনদেন খতিয়ে দেখতে কমিটি গঠন

ঢাকা: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এর অবৈধ কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর আগে বুধবার (অক্টোবর ২৬) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এর এই অবৈধ কর্মকাণ্ডের ব্যাপারে ‘অবৈধ লেনদেনে ফেঁসে যাচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স’ শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয় বাংলানিউজটোয়েন্টিফোর.কম এ।

এর পরপরই বিমা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বুধবার বেলা সোয়া ২টায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম শেফাক আহমেদ (একচ্যুয়ারি) কন্টিনেন্টাল এর অনিয়ম খতিয়ে দেখতে আইডিআরএ’র সদস্য জুবের আহমেদ খানকে প্রধান এবং সুলতান উল আবেদীন মোল্লাকে সদস্য করে একটি কমিটি গঠন করেন।

অবিলম্বে এ ব্যাপারে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কমিটিকে নির্দেশনা দেন আইডিআরএ চেয়ারম্যান।

উল্লেখ্য, ব্যবস্থাপনা ব্যয়ের নামে ৩৩ কোটি টাকা অবৈধ লেনদেন করে বেসরকারি খাতের বিমা কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

কোম্পানিটির এই অনিয়ম খতিয়ে দেখতে এর আগে আইডিআরএ বিশেষ অডিটর (বিশেষ নিরীক্ষা প্রতিষ্ঠান) নিয়োগ দেয়ারও সিদ্ধান্ত নেয়।

আইডিআরএ’র একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত ব্যয়ের চেয়ে এই টাকা বেশি খরচ দেখিয়ে শেয়ারহোল্ডারদের টাকা লোপাট করেছে কোম্পানির পরিচালনা-পরিষদ ও ব্যবস্থাপনা বিভাগ।

উল্লেখ্য, গত সাত (২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত) বছরে ৮৭ কোটি ৬ লাখ টাকা ব্যবস্থাপনা ব্যয় দেখায় কোম্পানিটি। অথচ নিয়মানুসারে তাদের ৫৪ কোটি ৩৪ লাখ টাকার বেশি ব্যবস্থাপনা ব্যয় দেখানোর এখতিয়ার নেই। সে হিসেবে গত সাত বছরে ৩৩ কোটি ৩ হাজার টাকার বেশি অবৈধ লেনদেন করেছে কোম্পানি কর্তৃপক্ষ। যা বিমা আইন, ২০১০-এর ৬৩ ধারা ও বিমা বিধিমালা ১৯৫৮-এর লঙ্ঘন।

অবৈধ লেনদেনের মধ্যে ২০০৯ সালে ২ কোটি ৪৫ লাখ, ২০১০ সালে ৩ কোটি ২৬ লাখ, ২০১১ সালে ৩ কোটি ৪ লাখ, ২০১২ সালে ৪ কোটি ৬৯ লাখ, ২০১৩ সালে ৬ কোটি ৪৭ লাখ, ২০১৪ সালে ৬ কোটি ৬ লাখ এবং ২০১৫ সালে ৬ কোটি ৩৯ লাখ টাকা বেশি ব্যয় দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএফআই/আরআই

**
অবৈধ লেনদেনে ফেঁসে যাচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।