ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষুদ্র শিল্পে সাতক্ষীরার রনি এগ্রোর জাতীয় পুরস্কার লাভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ক্ষুদ্র শিল্পে সাতক্ষীরার রনি এগ্রোর জাতীয় পুরস্কার লাভ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার মেসার্স রনি এগ্রো ইঞ্জিনিয়ারিং ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৫’ লাভ করেছে।  

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ সময় মেসার্স রনি এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম রনি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম ও  এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ।

অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে ২০১২ সালের জন্য ১০টি, ২০১৩ সালের জন্য ১৭টি ও ২০১৫ সালের জন্য ১৮টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কারে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।