ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ইন্টেরিয়র ও লাইটিং পণ্যের প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আইসিসিবিতে ইন্টেরিয়র ও লাইটিং পণ্যের প্রদর্শনী

ঢাকা: ইন্টেরিয়র এবং লাইটিং সংশ্লিষ্ট পণ্যের অত্যাধুনিক প্রযুক্তি আর উদ্ভাবন তুলে ধরতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শুরু হচ্ছে তিনদিনের ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো’ ও ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’।

রাজধানীর জোয়ার সাহারা এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনী দু’টির আয়োজন করেছে পারটেক্স স্টার গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী দুটি চলবে ২৯ অক্টোবর ২০১৬ (শনিবার) পর্যন্ত।    

ব্যতিক্রমী ও বৈচিত্র্যপূর্ণ পণ্যের আইডিয়া এবং উপযোগিতা নির্বাচনে আগ্রহীদের জন্য ইন্টারন্যাশনাল ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এক্সপোতে উদ্ভাবনী ব্র্যান্ড ও পণ্য তুলে ধরা হবে। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্য-সামগ্রী এবং সর্বাধুনিক সংগ্রহ প্রদর্শন করা হবে। দর্শনার্থীরা ইন্টেরিয়রের জন্য অত্যাধুনিক ডিজাইনের টাইলস,

বৈচিত্র্যপূর্ণ আসবাব-পত্র, আধুনিক ডেকোরেটিভ গ্লাস, ওয়াল ডেকোরেশন ইত্যাদি দেখার সুযোগ পাবেন।     

অন্যদিকে বাংলাদেশ লাইটিং এক্সপো অগ্রসরমান আলোকসজ্জা শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি এবং ব্যবহার সম্পর্কে গ্রাহকদের জানতে সাহায্য করবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন আবিষ্কার, পণ্য-সামগ্রী এবং উপকরণ তুলে ধরবে এই মেলায়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।