ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ হাজার টন রাবার গোডাউনে অবিক্রিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
৫ হাজার টন রাবার গোডাউনে অবিক্রিত

ঢাকা: সরকারের ভুলে ৫ হাজার টন রাবার গোডাউনে অবিক্রিত অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, রাবার উৎপাদন করে গত বছর  ৭ মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে। কিন্তু সরকারের ভুলের কারণে ৫ হাজার টন রাবার গোডাউনে পড়ে আছে। কারণ সরকারের নীতি অনুযায়ী বাংলাদেশে উৎপাদিত রাবার কিনলে ২৪ শতাংশ কর দিতে হয়। কিন্তু রাবার আমদানি করলে দিতে হয় ৫ শতাংশ। ফলে ব্যবহারকারীরা রাবার আমদানি করছে। সেই আমদানিকৃত রাবার আবার খোলা বাজারে বিক্রিও হচ্ছে। ফলে বাগান উৎপাদিত রাবার গোডাউনে পড়ে আছে। এ বিষয়ে এনবিআরকে বলেও কোনো লাভ হচ্ছে না। ক্ষতিগ্রস্থ হচ্ছে ররাবার শিল্প।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ-২২) জলবায়ু ক্ষতিপূরণের টাকা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কাছে না দেয়ার অনুরোধ জানানো বলেও জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, জলবায়ু ক্ষতিপূরণের টাকা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কাছে গেলে প্রকৃত ক্ষতিগ্রস্থরা উপকৃত হবেন না। কারণ তারাতো ব্যবসা করবে। আমরা ঋণ চাই না, অনুদান চাই। তাছাড়া পিকিং ইয়ারের বিষয়ে উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশের জন্য আলাদা করার বিষয়েও প্রস্তাবনা মরোক্কোতে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।