ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লেদারটেকের চতুর্থ প্রদর্শনী বসছে ৩ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
লেদারটেকের চতুর্থ প্রদর্শনী বসছে ৩ নভেম্বর ছবি: সুমন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের চামড়া ও চামড়াজাত শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ’ এর চতুর্থ প্রদর্শনী বসছে ৩ নভেম্বর।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স লিমিডেট সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায়।



সংস্থাটির পরিচালক নন্দ গোপাল সাংবাদিকদের বলেন, ৩ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় ৩, ৪, ৫ নম্বর হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যা চলবে ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।


তিনি আরো বলেন, বাংলাদেশসহ এ আসরে ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশের চামড়া শিল্পের সম্ভবনা নিয়ে তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের চামড়া শিল্প থেকে রফতানি আয় দাঁড়াবে আনুমানিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স লিমিডেটের কর্মকর্তা ও কর্মচারীরা।
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসটি/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।