ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে প্রথম দিনে কর আদায় ২ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, নভেম্বর ১, ২০১৬
সিলেটে প্রথম দিনে কর আদায় ২ কোটি

সিলেট: আয়কর মেলার প্রথম দিনে সিলেটে ২ কোটি ১ লাখ ৭২ হাজার ৭শ ৭৩ টাকা কর আদায় হয়েছে। সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার (সদর) শান্ত কুমার সিংহ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, মেলার প্রথম দিনে সেবা গ্রহণ করেছেন ৬৪৭ জন, রিটার্ন দাখিল করেছেন ৬২ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১১৫ জন। প্রথম দিনে সুষ্টভাবে মেলা সম্পন্ন হয়েছে।
 
এরআগে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সাতদিনব্যাপী কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।  

মেলায় পাঁচটি বুথের মাধ্যমে ইটিআইএন রেজিস্ট্রেশন করা হয়।   রিটার্ন দাখিলের জন্য স্থাপিত হয় পাঁচটি বুথ। সেবা গ্রহণের জন্য ১৫টি, বাংকের বুথ দু’টি, কন্ট্রোল রুম ২টি, মুক্তিযোদ্ধা ও বয়স্কদের জন্য একটি বুথ স্থাপন করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) মেলায় সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।  
 
বিভাগীয় নগরী সিলেটে সাতদিন মেলা চললেও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ চারদিন করে মেলা চলবে। এছাড়াও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দু’দিন ও মাধবপুর, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গলে একদিনের জন্য ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।