ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘স্বামীর অনুপ্রেরণায় কাকলীর নীলমাধব’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
‘স্বামীর অনুপ্রেরণায় কাকলীর নীলমাধব’ ছবি- কাশেম হারুণ- বাংলানিউজটোয়েন্টিফোর

যুব পণ্য বাজার থেকে (ঢাকা): চাকরির আয়ে সংসার চালানো দায়, তাই মনস্থির করলাম ব্যবসা করবো। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করলাম।

পরে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করি। ব্যবসার সহজলভ্যতা হিসেবে বেছে নেই পাট। আর অনুপ্রেরণা যুগিয়েছেন আমার স্বামী, তার জন্য আমার আজকের এই ‘নীলমাধব’।  

জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত যুব পণ্য বাজারের নিজ স্টলে এভাবে সফলতা ও স্বামীর অনুপ্রেরণার কথা বাংলানিউজকে বলছিলেন রংপুরের সফল নারী উদ্যোক্তা কাকলী সরকার।  

কাকলী সরকারের নীলমাধব স্টল ঘুরে দেখা যায়, পাট দিয়ে বানানো হয়েছে বিভিন্ন ধরনের পণ্য। সব পণ্যই হাতের তৈরি। স্টলে সাজানো রয়েছে পাঠ দিয়ে তৈরি পুতুল, হাঁতি, ঘোড়া, বিড়াল, কুমির, ডোরবেল্ট, সিকা, টেবিলমেট, শতরঞ্জি, পাটের তৈরি ওড়না ও অলংকার। এছাড়া দেয়ালে টানানোর জন্য হাতে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ওয়ালমেট।  
কাকলী বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) থেকে ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) থেকে প্রশিক্ষণ নেই। আমার স্বামী রাজন রায় চৌধুরী নীলমাধবের সিইও, আমি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছি। আমার‍ প্রতিষ্ঠানে অনেক নারী কাজ করেন।  
 
এ নারী উদ্যোক্তা বলেন, অনেক নারী সংসারের কাজে ঘরের বাইরে সময় দিতে পারেন না। তাদের জন্য আমাদের এ আয়োজন।

এ বিষয়ে রাজন রায় বাংলানিউজকে বলেন, আমাদের দেশের নারীরা অনেক পরিশ্রমী হন। তাদের দরকার একটু সহযোগিতার হাত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এ সহযোগিতাটুকু সবার প্রথমে নিজ ঘর থেকে শুরু করা যায়। তাহলেই কেবল নারীদের অগ্রযাত্রার পথ আরো সূদরপ্রসারী হবে।

২০১৩ সালে মাত্র ৪ লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন কাকলী। এখন তার মাসে আয় ১২ লাখ টাকা। ঢাকার টিকাটুলীতে আমাদের মূল অফিস, রংপুরে কারখানা।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।