ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআরের ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এনবিআরের ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালু ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আয়কর হিসাবে জনগণের ভোগান্তি কমাতে ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগাঁরগাওয়ে আয়কর মেলায় এ অ্যাপসের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালুর ফলে করদাতারা আয়করের পরিমাণ খুব সহজেই জানতে পারবেন। এখন থেকে আর এনবিআর কার্যালয়ে ছোটাছুটি করার প্রয়োজন নেই করদাতাদের।

তিনি আরও বলেন, ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস চালুতে জনগণের ভোগান্তি কমবে। পাশাপাশি তাদের সময় বাঁচবে। এ অ্যাপসের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে আয়কর হিসাব করা যাবে। এতে থাকছে আয়কর রির্টানের সব নির্দেশনা। পাওয়া যাবে আয়কর দেওয়ার সব নির্দেশনাও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
টিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।