ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক দিনের ব্যবধানে বেড়েছে সবজির দাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
এক দিনের ব্যবধানে বেড়েছে সবজির দাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বাজারগুলোতে ইতিমধ্যেই আসতে শুরু করেছে হরেক রকম শীতকালীন সবজি। তবে শুক্রবার (০৪ নভেম্বর) বাজারে সবজির দাম একটু কম থাকলেও একদিনের ব্যাবধানে মাথা চাড়া দিয়ে উঠেছেন সবজি ব্যবসায়ীরা।

শনিবার (০৫ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ানবাজার,হাতিরপুল, মোহাম্মাদপুরের কৃষি মার্কেটসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সবজির দাম কমতে শুরু করলেও, আবারও নতুন করে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো, মূলা, বেগুন, ঢেঁড়স, পটল,  বাঁধাকপি, বরবটি, কচুর লতি, করলা,  ফুলকপি, কচুরমুখীসহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে  ৪৫ থেকে ১০০ টাকা কেজি দরে। যা গতকালের বাজারে কেজি প্রতি সব ধরনের সবজি ছিলো ২৫ থেকে ৬০ টাকার মধ্যে।

তবে কাঁচা মরিচের দাম  কমে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা দরে। শুক্রবার কাঁচামরিচ বিক্রি হয়েছে ৮০ টাকায়।
 
অন্যদিকে ক্রেতারা বলছেন ভিন্ন কথা,  সেলিম (৪০) নামের সরকারি চাকরিজীবী বাংলানিউজকে বলেন, শীতকালীন সবজি বাজারে আসার প্রথম দিকে দাম বেশি থাকলেও পর্যায়ক্রমে কিছুটা কমে আসে। তবে একদিনের ব্যাবধানে বাজারে সবজি বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। মনের ইচ্ছে মতো দামে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা।
 
ব্যবসায়ীরা বলছেন, দুই দিনের বৃষ্টিতে পর্যাপ্ত সবজি হাতে না আসায়  তা দামের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। তবে আবারও স্বাভাবিক হয়ে যাবে সবজির দাম।
 
সবগুলোবাজার ঘুরে দেখা গেল, প্রতি কেজি  ঢেঁড়স ৬০ থেকে ৬৫ টাকা, ঝিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকা, কাকরোল ৬০ টাকা, শশা ৫০ থেকে ৬০ টাকা, শিম ৮৫ থেকে ১০০ টাকা, বেগুন (কালো) ৬৫ টাকা  (সাদা) ৫০ টাকা, এবং  পেঁপে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতের সবজি: শীতের সবজির মধ্যে  টমেটো ৭০ থেকে ৮০ টাকা, মূলা ৪০ টাকা, কচুর লতি ৯০ টাকা, ফুলকপি জালি ৪৫ টাকা এবং লাউ ৪০ থেকে ৫০ টাকা,  কচুরমুখী ৪৫ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, দারে বিক্রি হচ্ছে।

মুদি পণ্যের দাম: মুদি পণ্যের দামে তেমন পরিবর্তন আসেনি, কেজি প্রতি দেশি মসুর ডাল ১২২ টাকা, ভারতীয় মসুর ডাল  ৯৫ টাকা,  বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১০২ টাকা,  মুগ ডাল ১০৫ টাকা, বুটের ডাল ৫৫ টাকা, মাসকলাই ১২৫ টাকা, ছোলা ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজার: মুরগির বাজারের দাম ঊর্ধ্বগতি, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়ে এখন বাজারে ১৫০ টাকায়,  লেয়ার মুরগি ১৮৫ টাকা,  দেশি মুরগি হালি ১৩০০-১৪০০ টাকা, পাকিস্তানি লাল মুরগি হালি ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে বাজার গুলোতে।

মাছের বাজার: মাছের বাজারে দামের কোনো পরিবর্তন দেখা যায়নি, আকারভেদে প্রতি কেজি কাতল ২৫০-৪৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৭০ টাকা, সিলভার কার্প ১৮০-২০০ টাকা, পাঙ্গাস ১২০-২০০ টাকা, রুই মাছ ২২০-৪০০ টাকা, টেংরা ৮৫০ টাকা, কৈ ২০০-২৮০ টাকা ও দেশি মাগুর ৬৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজার: মাংসের বাজারে দামের একটু পরিবর্তন এসেছে গরু এবং ছাগলের মাংসে যথাক্রমে ৫০ টাকা থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকা এবং খাসির মাংস ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।

**‘সবজির দাম কমেছে, লইয়্যা যান’

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসটি/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।