ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লিংক পেনস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
লিংক পেনস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান ছবি: জিএম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে লিংক পেন’সের (Linc Pens) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।

লেখালেখির উপকরণ শিল্পে নেতৃস্থানীয় কোম্পানি ভারতের কলকাতাভিত্তিক পেন অ্যান্ড প্লাস্টিকস লিমিটেডের এ পণ্যটি গত ২৫ বছর ধরে চয়েস গ্রুপ বাংলাদেশ আমদানি করে আসছে।

প্রতিষ্ঠানটির ২৫তম বিশেষ বিক্রয় সম্মেলন উপলক্ষে শনিবার (০৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ভবনের সম্মেলন কক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেন অ্যান্ড প্লাস্টিকস লিমিটেডের ডিরেক্টর রোহিত জালাল, ইন্টারন্যাশনাল বিজনেস প্রেসিডেন্ট ভিনয় মহেশ্বরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তপন কুমার বাগচি, চয়েস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে এ চুক্তি বাংলাদেশে লিংক পেনসের ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে আরও সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাকিব বলেন, লিংক পেনস ভারত ও বাংলাদেশের বাজারে অত্যন্ত জনপ্রিয় কলম। আশা করি ভবিষ্যতে এর জনপ্রিয়তা দিন দিন বাড়বে।

বিগত বছরগুলোতে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ এবং আইপিএল সদস্যরা অ্যাম্বাসেডর হিসেবে এর সঙ্গে কাজ করেছেন।

রোহিত জালাল বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বছর। ১৯৭৬ সালে খুব ছোট পরিসরে লিংক পেনস যাত্রা শুরু করেছিল। বহু বছর ধরে আমরা আস্থার সঙ্গে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশেও লিংক ব্র্যান্ডের কলম জনপ্রিয় জানিয়ে তিনি বলেন, ৫০টিরও বেশি দেশে আমাদের পণ্য বিক্রি হয়। যা বিশ্বব্যাপী বৈশ্বিক নাগরিক হিসেবে স্থান দিয়েছে আমাদের। ভবিষ্যতের দিনগুলো আরও উজ্জ্বল হবে আশা করছি।

লিংকের কলম লিখতে আরামদায়ক এবং দামেও সাশ্রয়ী বলে জানান ভিনয় মহেশ্বরী।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।