ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর ফাঁকি বন্ধ করতে এনবিআরকে কৌশলী হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
কর ফাঁকি বন্ধ করতে এনবিআরকে কৌশলী হওয়ার আহ্বান

ঢাকা: করের আওতা ও কর ফাঁকি বন্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (০৭ নভেম্বর)  রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে আয়কর মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ড. আব্দুর রাজ্জাক বলেন, করের আওতা ও আয়করদাতা বাড়াতে রাজধানীতে কর জরিপ করতে হবে। কতো সংখ্যক মানুষ আয়কর প্রদানে সক্ষম এবং কতো মানুষ আয়কর দিচ্ছেন- এজন্য জরিপ হওয়া দরকার। এতে কারা কর ফাঁকি দিচ্ছেন তা বের করা সম্ভব হবে।

তিনি বলেন, পৃথিবীর সব স্থানে কর ফাঁকির দেওয়ার প্রবণতা রয়েছে। দেশে যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের কিভাবে করের আওতায় আনা যায় এনবিআরকে সে বিষয়ে কৌশল বের করতে হবে। তাহলে এনবিআর সফল হবে।

জনসাধারণের মধ্যে কর প্রদানে উৎসাহ দিতে ও রাষ্ট্রের রাজস্ব আহরণে আয়কর মেলা বিরাট ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে আমাদের দেশে মোট জিডিপির মাত্র ১১ শতাংশ কর আদায় হয়। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বর্তমান অবস্থায় ১৪ থেকে ১৫ শতাংশ কর আদায় সম্ভব। কর আদায় বেশি হলে সেবা খাতে বাজেট বৃদ্ধি করাও সম্ভব হবে।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে অংশ নেন- অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টিপু মুন্সি, সংসদ সদস্য শওকত চৌধুরী, বেগম আক্তার জাহান প্রমুখ।

'সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে ১ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী জাতীয় আয়কর মেলার শেষ দিন ৭ নভেম্বর (সোমবার)।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।