ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শপথ নিলেন রাজশাহী চেম্বারের নতুন পরিষদের নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
শপথ নিলেন রাজশাহী চেম্বারের নতুন পরিষদের নেতারা

রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৬-১৮ সালের জন্য নব-নির্বাচিত পরিষদের নেতারা শপথ নিয়েছেন।

সোমবার (০৭ নভেম্বর) বিকেলে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তাদের শপথ বাক্য পাঠ করান।

চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে এককভাবে শপথ নেন চেম্বারের নব-নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনি।
এরপর সহ-সভাপতি মনজুর রহমান পিটারসহ ১২ জন পরিচালককে এক সঙ্গে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ফজলে হোসেন বাদশা।

এ সময় তিনি বলেন, এই শপথ শুধু চেম্বার ভালোভাবে চালানোর শপথ নয়। ভাবতে হবে, এই শপথ রাজশাহীর উন্নয়ন করার শপথ। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গণি। স্বাগত বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি। এ সময় রাজশাহীর বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ নভেম্বর স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৬-১৮ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি মনিরুজ্জামান মনি আগের পরিষদেও একই পদে ছিলেন।

১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হন মনজুর রহমান পিটার। পরিচালকরা হলেন- হাসেম আলী, ফরিদ উদ্দিন, মাসুদুর রহমান রিংকু, এসএম এহেসান, আতিকুর রহমান, সাদরুল ইসলাম, আহসান উদ্দিন সরকার, তানজিলুর রহমান, খন্দকার ফয়সাল আহম্মেদ, রফিকুল ইসলাম, তৌরিদ আল মাসুদ ও এসএম আইয়ুব।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।