ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০০, নভেম্বর ৮, ২০১৬
যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) এমোনিয়া প্লান্টের পাম্প ফেটে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

জামালপুর: যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) এমোনিয়া প্লান্টের পাম্প ফেটে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানা সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে কারখানার এমোনিয়া প্লান্টের একটি পাম্প বিকট শব্দে ফেটে গিয়ে এমোনিয়া গ্যাস বের হয়ে কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় জানিয়েছেন, পাম্পটি মেরামত করে ফের উৎপাদনে যেতে দুই থেকে তিনদিন সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।