ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণ আবহে ডেনিম এক্সপো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
গ্রামীণ আবহে ডেনিম এক্সপো

রাজধানীর আইসিসিবি-এ (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা) চলছে বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৬। এবার এক্সপোর পুরো পরিসর সাজানো হয়েছে গ্রামীণ আবহের কথা মাথায় রেখে। 

ঢাকা: রাজধানীর আইসিসিবি-এ (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা) চলছে বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৬। এবার এক্সপোর পুরো পরিসর সাজানো হয়েছে গ্রামীণ আবহের কথা মাথায় রেখে।

 

১৫টি দেশের ৫৫টি স্টল রয়েছে এবারের ডেনিম এক্সপো’তে। অংশগ্রহণকারী দেশগুলোর সামনে বাংলাদেশের গ্রামীণ আবহ, ঐতিহ্য তুলে ধরতেই এ ব্যবস্থা।  

এক্সপো ঘুরে দেখা যায়, প্রতিটি স্টল তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। স্টল সাজাতে ব্যবহার করা হয়েছে বেত ও কাঠের বিভিন্ন সামগ্রী। স্টলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার স্থানে রাখা আছে নানা ধরনের গাছের টব। ভেতরে রাখা হয়েছে ফুড কোর্ট। আর সেই ফুড কোর্টেও সাজানো হয়েছে বেতের নানা আসবাবপত্রের।  

পুরোপুরি প্রাকৃতিক সব জিনিস দিয়ে এক্সপো সাজানোর প্রশ্নের জবাবে মূল আয়োজনকারী ও বাংলাদেশ ডেনিম একপার্ট  লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন  বলেন, আমাদের এবারের মূল থিমই ‘প্রাকৃতিক ডেনিম’। আমরা বারবারই ডেনিমের টেকসই উন্নতির কথা বলছি। তাছাড়া প্রাকৃতিক বিষয়টি অন্যরকম। প্রকৃতি ও ফ্যাশন একে অন্যের সঙ্গে জড়িত। প্রাকৃতিক সব জিনিসের সঙ্গে মানুষের সম্পর্ক গভীর।  

সবকিছু মিলিয়েই দেশের ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এই ডেনিম এক্সপো সাজানোর ক্ষেত্রে আমরা প্রাকৃতিক বিষয়টিকে প্রাধান্য দিয়েছি।  

৮ নভেম্বর ও ৯ নভেম্বর চলবে ডেনিম এক্সপো। এক্সপোতে ১৫টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য দেশগুলো হলো- জার্মানি, জাপান, চীন, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, ভারত। এবার পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ডেনিম এক্সপো।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।