ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপায়ন হাউজিং এস্টেট’র ৬৫তম প্রকল্প হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, নভেম্বর ১০, ২০১৬
রূপায়ন হাউজিং এস্টেট’র ৬৫তম প্রকল্প হস্তান্তর

রূপায়ন হাউজিং এস্টেট লি. এর ৬৫তম প্রকল্প নারায়ণগঞ্জের  ‘রূপায়ন হোজাইফা’ সম্প্রতি গ্রাহক ও জমির মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা: রূপায়ন হাউজিং এস্টেট লি. এর ৬৫তম প্রকল্প নারায়ণগঞ্জের  ‘রূপায়ন হোজাইফা’ সম্প্রতি গ্রাহক ও জমির মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
 
এ সময় রূপায়ন হাউজিং এস্টেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন পি. জে. উল্লাহ (অব.), উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদ আর খাঁন, নির্বাহী পরিচালক (নির্মাণ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, সহ-মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম (কাস্টমার সার্ভিস), সহ ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) মেহেদী হাসান, রূপায়ন হোজাইফা প্রকল্পের এডহক কমিটির সম্মানিত উপদেষ্টা সৈয়দ আবু সাঈদ, উপদেষ্টা মাইমুনা হোসাইন, প্রেসিডেন্ট মো. সাইদুল হক, সেক্রেটারি নাজমুর রহমানসহ অন্য গ্রাহক এবং রূপায়ন হাউজিং এস্টেট লি. এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।