ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেরত এলো রিজার্ভ চুরির আরও ১৫ মিলিয়ন ডলার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ফেরত এলো রিজার্ভ চুরির আরও ১৫ মিলিয়ন ডলার

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে আরও ১৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি...

ঢাকা: নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে আরও ১৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ।  

শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাংলানিউজকে তিনি জানান,  শুক্রবার (১১ নভেম্বর) ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক ১৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার গ্রহণ করেছে। এখন বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা করার প্রক্রিয়া চলছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফেরত আনতে একটি প্রতিনিধিদল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যায়।  

গত ৮ নভেম্বর প্রতিনিধিদলটি ম্যানিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা করে।  

এ দলে রয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব।

এর আগে গত সেপ্টেম্বরে রিজার্ভ চুরির উদ্ধার হওয়া এই দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেন ফিলিপাইনের আদালত।  

যা ক্যাসিনো (জুয়া খেলার স্থান) ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছিলো। এরপর এ অর্থ জমা ছিলো ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে।  

গত ১৯ সেপ্টেম্বর এ অর্থের মালিকানা বাংলাদেশের বলে রায় দেন দেশটির আদালত।  

গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।  

এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করে বাংলাদেশ সরকার। যার প্রধান ছিলেন সাবেক গভর্নর ড. মো. ফরাস উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬/আপডেট: ১৬১৩ ঘণ্টা
এসই/আইএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।