ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা প্রেসক্লাবে এসবিএসি ব্যাংকের অনুদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, নভেম্বর ১২, ২০১৬
খুলনা প্রেসক্লাবে এসবিএসি ব্যাংকের অনুদান

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে খুলনা প্রেসক্লাবের উন্নয়নে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

ঢাকা: সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে খুলনা প্রেসক্লাবের উন্নয়নে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

 

সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এসবিএসি ব্যাংকের পরিচালক এস এম আবুল হোসেন ও ড. সৈয়দ হাফিজুর রহমান খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম  নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার হাতে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর: ১২, ২০১৬
এসই/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।