ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশ-মায়ানমার অর্থনৈতিক সম্পর্কে উদ্যোগ প্রয়োজন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
‘বাংলাদেশ-মায়ানমার অর্থনৈতিক সম্পর্কে উদ্যোগ প্রয়োজন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ-মায়ানমার বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিএমবিপিসি) চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক বলেছেন, মায়ানমার শুধু বাংলাদেশের প্রতিবেশী দেশ নয়, তাদের সঙ্গে আমাদের দ্বি-পাক্ষিক স্বার্থ জড়িত।

ঢাকা: বাংলাদেশ-মায়ানমার বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিএমবিপিসি) চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক বলেছেন, মায়ানমার শুধু বাংলাদেশের প্রতিবেশী দেশ নয়, তাদের সঙ্গে আমাদের দ্বি-পাক্ষিক স্বার্থ জড়িত। দু’দেশের মধ্যে সম্প্রীতির দীর্ঘ ইতিহাস রয়েছে।

নতুন নতুন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে যৌথ উদ্যোগের বিকল্প নেই।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পরিদর্শনে আসা মায়ানমারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

মাহমুদুল হক বলেন, দুই দেশ একই ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের মধ্যে ব্যবসা-বাণিজ্যে অসামাঞ্জস্য এবং নেতিবাচক কোনো ধরনের বোঝা নেই।

এ সম্পর্কের ধারাবাহিকতায় এ বছরের জুনে চিংড়ি শিল্পে হ্যাচারি প্রযুক্তি ব্যবহার ও উন্নয়নের ওপর মায়ানমারের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প ও ফিস ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারক কথা তিনি উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে কৃষি, জ্বালানি, সেবা এবং ব্যাংকিং খাতে যৌথভাবে কাজ করার বহু ক্ষেত্র রয়েছে। যৌথ উদ্যোগে কক্সবাজার এবং বান্দরবানে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব দেন তিনি।

বিএমবিপিসি চেয়ারম্যানের এ সব কথা শুনে মায়ানমার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মায়ানমারের ওই প্রতিনিধিদলের নেতা দেশটির স্থায়ী বাণিজ্য সচিব টো অং মিয়ান্ট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য খোরশেদ আলম চৌধুরী, মায়ানমারের রাষ্ট্রদূত মিও মিয়ান্ট থান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অব-বাংলাদেশ এর সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান ও কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসই/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।