ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এই শীতে মার্সেলের নতুন হোম অ্যাপ্লায়েন্সেস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এই শীতে মার্সেলের নতুন হোম অ্যাপ্লায়েন্সেস

এই শীতে রাইস কুকার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার ও রুম হিটারসহ নতুন মডেলের আরও অনেক হোম অ্যাপ্লায়েন্সেস বাজারে নিয়ে এসেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।

ঢাকা: এই শীতে রাইস কুকার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার ও রুম হিটারসহ নতুন মডেলের আরও অনেক হোম অ্যাপ্লায়েন্সেস বাজারে নিয়ে এসেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।

মার্সেল রোববার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শীত মৌসুম মাথায় রেখে দেশব্যাপী মার্সেলের আউটলেটগুলো নতুন নতুন হোম অ্যাপ্লায়েন্স দিয়ে সাজানো হয়েছে।

এখন বাজারে রয়েছে মার্সেলের ১০টি মডেলের রাইস কুকার, ৫টি মডেলের ব্লেন্ডার, ৪টি মডেলের ইস্ত্রি, ৩টি করে ইলেকট্রিক কেটলি, রুম হিটার এবং ইন্ডাকশন কুকার। মার্সেলের শক্তিশালী আরঅ্যান্ডডি (পণ্য উন্নয়ন ও গবেষণা) টিমের প্রকৌশলীরা গ্রাহকদের রুচি, চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী এসব পণ্যের ডিজাইন করেছে- জানানো হয় বিজ্ঞপ্তিতে।

মার্সেল বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, শীত মৌসুমে গৃহস্থলির কাজ আরও সহজ করতে মার্সেল যে পণ্যগুলো বাজারে এনেছে সেগুলোর স্থায়ীত্ব হবে অনেক বেশি।

বিভাগের (উত্তর) প্রধান মোশারফ হোসেন রাজীব বলেন, এ বছর মার্সেল ব্র্যান্ডের সব পণ্যের বিক্রি বেড়েছে আশাতীত। বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্স। এই শীতে গতবারের চেয়ে ৫০ শতাংশ বেশি বিক্রির টার্গেট নেওয়া হয়েছে।

উচ্চ গুণগত মানসম্পন্ন, সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা এবং আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে মার্সেল। আগামীতেও এই আস্থা ধরে রাখতে সক্ষম হবে মার্সেল, যোগ করেন বিপণন বিভাগের প্রধান (দক্ষিণ) শামীম আল মামুন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।