ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ব্যাংকের নতুন এমডি আউয়াল খান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
কৃষি ব্যাংকের নতুন এমডি আউয়াল খান 

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মুহাম্মদ আউয়াল খান।

ঢাকা: রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মুহাম্মদ আউয়াল খান।

সোমবার (১৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক ব্যাংক শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন রাজশাহী কৃষি‌ উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আউয়াল খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হলো।

রাজশাহী কৃষি‌ উন্নয়ন ব্যাংকের আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে আউয়াল খানের ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬/ আপডেট: ১১৪৫ ঘণ্টা
এসই/এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।