ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক-টেক ওয়ান গ্লোবাল ও মাইক্রোসফ্‌টের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ন্যাশনাল ব্যাংক-টেক ওয়ান গ্লোবাল ও মাইক্রোসফ্‌টের চুক্তি

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেড মাইক্রোসফ্‌ট এন্টারপ্রাইজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেড মাইক্রোসফ্‌ট এন্টারপ্রাইজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

সোমবার (২১ নভেম্বর) ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী, টেক ওয়ান গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক লাহিরু মুনিন্দ্রাদাসা এবং মাইক্রোসফ্‌ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) চৌধুরী মোসতাক আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, উপ-ব্যস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, আব্দুস সোবহান খান ও মো. ফরিদ উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, এ চুক্তির ফলে টেক ওয়ান এবং মাইক্রোসফটের সমাধান প্রয়োগ করে ন্যাশনাল ব্যাংক দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসই/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।