ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেরা করদাতার পুরস্কার পেলেন সুবর্ণা-বন্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
সেরা করদাতার পুরস্কার পেলেন সুবর্ণা-বন্যা ছবি:শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর

কর দিয়ে অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার পেয়েছেন সুবর্ণা মোস্তফা।

ঢাকা: কর দিয়ে অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার পেয়েছেন সুবর্ণা মোস্তফা।

আর ‘কণ্ঠশিল্পী’ ক্যাটাগরিতে সেরা করদাতার মধ্যে প্রথম হয়েছেন জনপ্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যা।

দ্বিতীয় সুবির নন্দী ও শাহীন সামাদ তৃতীয় হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের হাতে সম্মাননা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সুবর্ণা মোস্তফা কর দেন রাজধানী ঢাকার কর অঞ্চল ১২-তে। সার্বিকভাবে প্রথম হয়েছেন তিনি।

একই অঞ্চলে কর দিয়ে দ্বিতীয় হয়েছেন আফজাল হোসেন। আর কেন্দ্রীয় জরিপ অঞ্চল থেকে অভিনেতা পীয‍ূষ ব্যানার্জি তৃতীয় অবস্থানে হয়েছেন।

এদিকে ‘কণ্ঠশিল্পী’ ক্যাটাগরিতে কর অঞ্চল-১২ থেকে প্রথম হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। কর অঞ্চল-১৫ থেকে দ্বিতীয় হয়েছেন সুবির নন্দী।

আর শাহীন সামাদ আয়কর দিয়ে কেন্দ্রীয় জরিপ অঞ্চল থেকে তৃতীয় সর্বোচ্চ কর দেওয়ার ‘ট্যাক্স কার্ড’ পেয়েছেন।  

এবার ব্যক্তিপর্যায়ে বিশেষ শ্রেণীতে ২৩ জন, বিভিন্ন পেশাজীবীদের মধ্যে ৭৬ জন এবং কোম্পানি পর্যায়ে ৫৭টি প্রতিষ্ঠান এবং আরও আটটিসহ মোট ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্সকার্ড দিয়েছে এনবিআর।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।