ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রম কল্যাণ তহবিলের নতুন ডিজি হচ্ছেন আমিনুল

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
শ্রম কল্যাণ তহবিলের নতুন ডিজি হচ্ছেন আমিনুল

বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রম কল্যাণ তহবিলের নতুন মহাপরিচালক (ডিজি) হতে যাচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম।

ঢাকা: বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রম কল্যাণ তহবিলের নতুন মহাপরিচালক (ডিজি) হতে যাচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম।

শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর বর্তমান মহাপরিচালক ম. আ. কাশেম মাসুদ এর দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে।

কিন্তু ম. আ. কাশেম মাসুদের পরে শ্রম কল্যাণ তহবিলের মহাপরিচালক কে হবেন তাই নিয়ে শ্রম মন্ত্রণালয়ে শুরু হয়েছিলো নানা জল্পনা কল্পনা।

সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা বর্তমান যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলামকে দায়িত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। তারপর সর্বসম্মতি নেয়ার জন্য একাধিক বৈঠক হয়। এখন কেবলমাত্র গেজেট প্রকাশের অপেক্ষা। গেজেট প্রকাশ হলেই শ্রম কল্যাণ তহবিলের দায়িত্ব পাবেন শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম।
 
এ বিষয়ে বর্তমান মহাপরিচালক ম. আ. কাশেম মাসুদের সাথে যোগযোগ করা হলে ২৭ নভেম্বর দায়িত্ব শেষ হওয়ার সত্যতা স্বীকার করেন তিনি।
 
তিনি বাংলানিউজকে বলেন, এই পদে প্রত্যেক মহাপরিচালকই একটি নির্দিষ্ট সময়ের জন্য আসেন। আমি সেভাবেই এসেছিলাম। ২৭ নভেম্বর আমার মেয়াদ শেষ হচ্ছে। আমি ঐ দিনই দায়িত্ব ছেড়ে দেব। তবে নতুন কে এই পদে আসছেন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

অন্যদিকে এ বিষয়ে মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।