ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ব্যাংক এশিয়ার এটিএম বুথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আইসিসিবিতে ব্যাংক এশিয়ার এটিএম বুথ ছবি: সুমন শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রাহকের চাহিদা বিবেচনা করে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ব্যাংক এশিয়া লিমিটেডের এটিএম (অটোমেটেড টেলার মেশিন)  বুথ উদ্বোধন করা হয়েছে।

ঢাকা: গ্রাহকের চাহিদা বিবেচনা করে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ব্যাংক এশিয়া লিমিটেডের এটিএম (অটোমেটেড টেলার মেশিন)  বুথ উদ্বোধন করা হয়েছে।
 
রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরফান আলী নতুন এ বুথের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, আইসিসিবিতে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান, সেমিনার বা মেলা অনুষ্ঠিত হয়। আর এসব অনুষ্ঠানে নিত্যদিনই অসংখ্য মানুষের সমাগম ঘটে। তাই মানুষের চাহিদার বিবেচনা করে এ এটিএম বুথটি স্থাপন করা হয়েছে।

‘আমরা বরাবরই গ্রাহকের চাহিদা পূরণে সচেষ্ট থাকি। এটাও তারই প্রতিফলন। ব্যাংক এশিয়ার এ বুথের মাধ্যমে দিনের ২৪ ঘণ্টাই প্রয়োজনীয় সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা। ’

বুথের উদ্বোধনকালে বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বেলায়েত হোসেন, বসুন্ধরা গ্রুপের হেড অব অপারেশন এম এম জসিমউদ্দিন ও বসুন্ধরা গ্রুপের কোষাধ্যক্ষ ময়নাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।