ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিএম আজাদ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
জিএম আজাদ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের উপ মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বিভাগে পদায়ন করা হয়েছে।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের উপ মহাব্যবস্থাপক জিএম আবুল কালাম আজাদকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বিভাগে পদায়ন করা হয়েছে।

তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আজাদ ব্যাংকে গবেষণা বিভাগ, মনিটারি পলিসি বিভাগ এবং গভর্নর সচিবালয়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন।  

যশোর জেলায় জন্মগ্রহণকারী আজাদ বিদেশি প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সফর করেন। তিনি সবার দোয়া প্রার্থী।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।