ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআর কর্মকর্তাদের আচরণ বদলাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
এনবিআর কর্মকর্তাদের আচরণ বদলাতে হবে ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আয়করের মতো ভ্যাটেও রেকর্ড সৃষ্টির লক্ষ্যে কর্মকর্তাদের দ্রুত আচরণ বদলানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর...

ঢাকা: আয়করের মতো ভ্যাটেও রেকর্ড সৃষ্টির লক্ষ্যে কর্মকর্তাদের দ্রুত আচরণ বদলানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
আয় করদাতা ও গ্রিন কর্মকর্তাদের স্যালুট জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের শুধু পোশাকে নয়, হৃদয়, ব্যবহার, আচার-আচরণেও বদলাতে হবে।


 
শুক্রবার (০৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডে ভ্যাট দিবস-২০১৬ ও জাতীয় ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
নজিবুর রহমান বলেন, কর্মকর্তারা যতো বেশি বদলাবেন ততো বেশি পরিবেশ উন্নত হবে। পরিবেশ উন্নত হলে আয়কর, ভ্যাট, শুল্ক সব ক্ষেত্রে প্রবৃদ্ধি হবে। বদলানোর শপথ নেওয়ার মতো আনুষ্ঠানিকতায় বিশ্বাস করি না। হৃদয় বা অন্তর থেকে বদলাতে হবে।

এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, বাঙালিরা নভেম্বর মাসে আয়কর দিয়ে যেভাবে রেকর্ড সৃষ্টি করেছেন, ডিসেম্বর মাসে ভ্যাট দিয়েও রেকর্ড সৃষ্টি করবেন। কর্মকর্তাদের অতি দ্রুত বদলিয়ে করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব, জনবান্ধব রূপ ধারণ করে পরিবেশকে উন্নত করতে হবে।
 
অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিলিয়ে তিনি বলেন, কর দেওয়া বাহাদুরির ব্যাপার। নভেম্বর মাসে বীর বাঙালি আয়কর দিয়ে বাহাদুরি দেখিয়েছেন, ডিসেম্বর মাসে ভ্যাট দিয়ে বাহাদুরি দেখাবেন। সেজন্য পরিবেশ গড়ে তুলতে হবে। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো।

এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, অনলাইন সেবার মাধ্যমে এনবিআরেও ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লেগেছে। সরকার যে উন্নয়ন করে তাতেও আমাদের করের টাকা আছে।
 
তিনি বলেন, আমাদের আরও সচেতন হতে হবে। মানুষ নিজ ইচ্ছায় কর দিতে আসছেন এতে আমাদের ভালো লাগছে। ব্যবসায়ীদের বলেছি, বেশি আয় করেন, আরও বেশি কর দেন।

পরে চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের সামনে খোলা জিপে স্থাপিত মঞ্চে বেলুন, পায়রা উড়িয়ে জাতীয় ভ্যাট দিবসের র‌্যালি ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় চিত্র তারকারা উপস্থিত ছিলেন।
 
বর্ণাঢ্য র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ড’র সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে এনবিআরের সামনে এসে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।