ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় অসন্তোষের কারণে সচিবালয়ে জরুরি বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আশুলিয়ায় অসন্তোষের কারণে সচিবালয়ে জরুরি বৈঠক

গত পাঁচ দিন ধরে আশুলিয়া এলাকায় চলা শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে বসেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

ঢাকা: গত পাঁচ দিন ধরে আশুলিয়া এলাকায় চলা শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে বসেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এ বৈঠকে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ও শিল্প পুলিশসহ অন্য কর্মকর্তারা।

বৈঠক চলাকালে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, আশুলিয়া এলাকায় কয়েকটি কারখানায় মালিকদের সঙ্গে শ্রমিকদের ভুল ঝোঝাবুঝির ঘটনা ঘটেছে। আমরা তাই শ্রমিক নেতাদেরকে ডেকেছি ওই ঘটনা সম্পর্কে জানার জন্য।

বৈঠকে অংশ নেওয়া এক শ্রমিক নেতা বাংলানিউজকে জানান, গত পাঁচ দিন ধরা চলা শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা আশা করছি আজকের বৈঠক শেষে কারখানাগুলো খুলে দেওয়া হবে।

তবে যে কারখানার মাধ্যমে শ্রমিক অসন্তোষের ঘটনা শুরু হয়েছিলো সেই কারখানার মালিকপক্ষের কাউকে দেখা যায়নি বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬

আরএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।