ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ছবি:ফাইল ফটো

শুক্রবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৬ উদযাপন করেছে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

ঢাকা: শুক্রবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৬ উদযাপন করেছে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

এ উপলক্ষে ৠালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়।

সকাল ৭টা ৩০ মিনিটে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিজয় ৠালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্মৃতিস্তম্ভে পৌঁছায়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের এর নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সালেহা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মকবুল হোসেন।  

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ আরো অন্যান্য অতিথিরা।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।