ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপায়ন গ্রুপের ৩০ হাজার কম্বল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপায়ন গ্রুপের ৩০ হাজার কম্বল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শীত বস্ত্র হস্তান্তর

শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপায়ন গ্রুপ ও এশিয়ান টিভির পক্ষ থেকে ৩০ হাজার কম্বল দেওয়া হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়।

ঢাকা: শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপায়ন গ্রুপ ও এশিয়ান টিভির পক্ষ থেকে ৩০ হাজার কম্বল দেওয়া হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়।

উত্তরাঞ্চলের পাশাপাশি বিভিন্ন এলাকার শীতার্তদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীত বস্ত্র দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শীত বস্ত্র প্রদান করেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-উর-রশিদ।

রূপায়ন গ্রুপের ২০ হাজার ও এশিয়ান টিভির ১০ হাজার মোট ৩০ হাজার কম্বল হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রূপায়ন গ্রুপের নির্বাহী পরিচালক আলী আকবর খান রতন, রূপায়ণ গ্রুপ ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খান রাতুল, রূপায়ণ গ্রুপের সহ-ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) মেহেদী হাসানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।