ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিডিকম অনলাইন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিডিকম অনলাইন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত বিডিকম অনলাইন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত

বিডিকম অনলাইন লিমিটেড তাদের ২০তম বার্ষিক সাধারণ সভায় ৫ শতাংশ হারে নগদ ও ৭ শতাংশ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা: বিডিকম অনলাইন লিমিটেড তাদের ২০তম বার্ষিক সাধারণ সভায় ৫ শতাংশ হারে নগদ ও ৭ শতাংশ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় ধানমন্ডির এ এম এম কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. গোলাম ফারুক আলমগীর, পরিচালকবৃন্দ ও বিপুলসংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় ২০১৫-২০১৬ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয় এবং ৫% হারে নগদ ও ৭% হারে বোনাস লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।