ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহজালালে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
শাহজালালে ১১ লাখ টাকার সিগারেট জব্দ শাহজালালে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ লাখ টাকার ৪০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ লাখ টাকার ৪০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
 
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এমিরেটস এয়ারের দুই যাত্রীর কাছ থেকে এ সিগারেট জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, বিকেল ৩টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইট অবতরণ করে। পরে দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বেনসন ও ৩০৩ ব্রান্ডের ৪শ’ কার্টন সিগারেট জব্দ করা হয়।
এর মূল্য প্রায় ১১ লাখ টাকা।

তিনি আরও জানান, দুই যাত্রীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এনফোর্সমেন্ট মাস উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে তল্লাশি করে এ সিগারেট জব্দ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।