ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় ‘বাবা রাফি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, জানুয়ারি ১, ২০১৭
বাণিজ্য মেলায় ‘বাবা রাফি’ বাণিজ্য মেলায় 'বাবা-রাফি'। ছবি: সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে বাণিজ্য মেলায় কম টাকায় বিদেশি খাবারের সমারহ নিয়ে বসেছে বসুন্ধরার ‘বাবা রাফি’।

ঢাকা: ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে বাণিজ্য মেলায় কম টাকায় বিদেশি খাবারের সমারহ নিয়ে বসেছে বসুন্ধরার ‘বাবা রাফি’।
 
স্বাদে মানে অনন্য ইন্দোনেশিয়ার ‘বাবা রাফি’ এখন বাংলাদেশে।

আর প্রথমবারের মতো বাণিজ্য মেলায় ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে বাবা রাফি।
 
রোববার (০১ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে বাবা রাফির আউটলেটের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের হেড অব ডিভিশন (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মির্জা মুজাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের এজিএম আরিফুল ইসলাম আখন্দ, বাবা রাফি ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) শামসুদদুহা সাফায়াত, বাবা রাফির ম্যানেজার (প্রোডাকশন) আরিফ হাসান মাহমুদ প্রমুখ।
 
বাণিজ্য মেলা উপলক্ষে বাবা রাফি নিয়ে এসেছে বিশেষ ম্যানু। মেলায় ডাবল পেটি বার্গার দাম মাত্র ১৮০ টাকা, এছাড়া কম্বো-১ চিকেন বিফ পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। আরও থাকছে কাবাব ১৩০ টাকায়, বার্গার ১৩০ টাকা, কম্বো-২, ১৮০ টাকা, কাবার রাইস ১৩০, আইসক্রিম ১০০ টাকা।
 
বাণিজ্য মেলায় ‘বাবা রাফি’।  ছবি: সুমন শেখবাণিজ্য মেলার সার্ভিস গেট দিয়ে ঢুকেই প্রথম গলিতে হাতের ডান পাশে দেখা যাবে বাবা রাফির স্টল। পাশেই রয়েছে শিশু পার্ক।

বাবা রাফির খাবারগুলো মূলত এমনভাবে মোড়কজাত করে পরিবেশন করা হয়, যাতে ক্রেতা বা ভোক্তা হাঁটতে হাঁটতে অথবা গাড়ি চালাতে চালাতে কিংবা ভ্রমণের সময় বেশ স্বাচ্ছন্দ্যে খেতে পারেন। স্টল নং- মিনি প্যাভিলিয়ান জিএমপি-০২।

বাবা রাফির কনটেইনার কাবাবের স্লোগান ‘স্টপ-ইট অ্যান্ড শেয়ার’ বা ‘থামুন-খান এবং শেয়ার করুন’।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।