তবে বৃহস্পতিবারের (০৫ জানুয়ারি) মধ্যে দাবি পূরণ না হলে আগামী রোববার (০৮ জানুয়ারি) থেকে ফের কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে আইডিআরএ’র কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’।
সরকার ঘোষিত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে বেতন না দেওয়ায় সংগঠনের নেতৃত্বে বুধবার (০৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে কলম বিরতি শুরু হয়।
তাদের পক্ষ আইডিআরএ-কে দু’টি শর্ত দিয়েছে সংগঠনটি। সেগুলো হলো- জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত স্ব স্ব বেতনের বিপরীতে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি করা এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী জুলাই, ২০১৫ থেকে বর্ধিত বেতনের বকেয়া এবং জুলাই ২০১৬ থেকে বর্ধিত বেতন ও ভাতার বকেয়া প্রদান।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, বার বার আবেদন এবং সাক্ষাৎ করে বিধি অনুযায়ী বেতন-ভাতাদি পরিশোধের জন্য কয়েকবার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারা মৌখিকভাবে একাধিকবার সম্মতি দিলেও সরকার ঘোষিত জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে টালবাহানার মাধ্যমে সময়ক্ষেপণ করা হচ্ছে।
এবিষয়ে আইডিআরএ’র সদস্য ও মুখপাত্র জুবের আহমেদ খান কোনো মন্তব্য করতে রাজি হননি। আরেক সদস্য কুদ্দুস খানকে ফোনে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এমএফআই/জেডএস