শনিবার (১৪ জানুয়ারি) এনসিসিআই’র কর্তৃপক্ষের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চুক্তিটি স্বাক্ষর হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিসিআই’র প্রেসিডেন্ট শামীম উল হক এবং ডিআই’র ডেপুটি ডিরেক্টর পিটার থাগেসেনের মধ্যে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়।
এ সময় ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত এইচ ই মোহাম্মাদ আবদুল মুহিত, ঢাকায় নিযুক্ত ডেনিশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর আইবি আলবার্টসেন উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও উন্নত করতে সহযোগিতা করা হবে। এতে দু’দেশের উদ্ভাবিত নতুন পণ্যের বাজার সৃষ্টিসহ পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে।
পারস্পরিক অর্থনৈতিক উদ্দেশ্যগুলো বাস্তবায়নের মধ্যদিয়ে উভয় দেশের উৎপাদক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
টিআই