সোমবার (১৬ জানুয়ারি) এ দাবি জানিয়ে ক্যাবের পক্ষ থেকে সংবাদমাধ্যমে এক বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের খাদ্য বিভাগের ধান চাল সংগ্রহ অভিযান শুরুর পর থেকে বাজারে চালের দাম বাড়তে শুরু করে।
আড়দতার ও পাইকারি ব্যবসায়ীরা দাবি করেছেন, উত্তরবঙ্গের মিল মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে চালের দাম বাড়ানো হচ্ছে।
ক্যাবের অনুসন্ধানে দেখা যায়, গত মাসের ব্যবধানে মোটা ও চিকন চালের দাম বস্তা প্রতি ৪০০-৫০০ টাকা পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে আটার দাম আর্ন্তজাতিক বাজারে সর্বনিম্ন হওয়ায় এবং দেশে প্রচুর মাঝারি ও নিম্ন মানের গম আমদানি হওয়া সত্ত্বেও ময়দার দাম হঠাৎ করে বস্তা প্রতি ৩৫০-৪৫০ টাকা বেড়েছে।
আর্ন্তজাতিক বাজারে গমের মূল্য নিম্নমুখী হলেও দেশে দামবৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চাল ও ময়দার বাজার তদারকিতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি বাড়ানোর দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বিবৃতিতে স্বাক্ষর করেন, ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জিপি/আরআই