শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর মোহাম্মাদপুর কৃষি মার্কেট, কারওয়ান বাজার, হাতিরপুল বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য জানা যায়।
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকা দরে। আবার মাঝারি সাইজের পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ টাকা এবং বড় সাইজের মুরগি ২৫০-২৭০ টাকা দরে। যা গত সপ্তাহের তুলনায় দাম ঊর্ধ্বমুখী।
এর কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী জাফর বাংলানিউজকে বলেন, শীতে মুরগি মারা যাচ্ছে। ফলে মুরগির দর বাড়িয়েছে মুরগি পালনকারীরা।
এদিকে, গত সপ্তাহের মতো সবজির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিকেজি কাঁচা মরিচ ৪৫ টাকা, সাদা বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, কালো বেগুন ৩৫ থেকে ৪৫ টাকায়, শিম প্রতিকেজি ২৫-৩০ টাকা। এছাড়া প্রতিকেজি ঝিঙা ৭৫ টাকা, করল্লা ৪৫ টাকা, শসা ৩০ টাকা, কচুরমুখী ৬০ টাকা ও আলু ২০ টাকা।
প্রতিকেজি মূলা বিক্রি হচ্ছে ১৮ টাকা, চাল কুমড়া ১৫ টাকা। প্রতিটি ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, লেবু প্রতি হালি ১৫ টাকা, আটি প্রতি পালং শাক ১৫ টাকা, লালশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ টাকা এবং লাউশাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।
মোহাম্মাদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা শাহ আলম নামে এক চাকরিজীবী বাংলানিউজকে জানান, এ শীতে সবজির সরবরাহ খারাপ ছিল না। তাই দাম খুব একটা বেশি হয়নি। পাশাপাশি বেশ কিছু দিন ধরে দাম স্থিতিশীল আছে।
অন্যদিকে, মুদি পণ্যের দামেরও তেমন কোনো পরিবর্তন নেই। কেজিপ্রতি দেশি মসুর ডাল (দেশি) ১১০ টাকা, ভারতীয় মসুর ডাল ৯০ টাকা, মুগ ডাল (দেশি) ১০৫ টাকা, ভারতীয় মুগ ডাল ৯০ টাকা, মসকলাই ১২০ টাকা এবং ছোলা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৯৫ থেকে ১১০ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে প্রতিকেজি কাতলা মাছ ৩৭০ টাকা থেকে ৪০০ টাকা, রুই মাছ ২৭০ টাকা থেকে ৩৫০ টাকা, সরপুঁটি ৩০০ টাকা থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৭০ টাকা, সিলভার কার্প ১৫০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার ইলিশ কেজিপ্রতি (মাঝারি) ১২০০ টাকা এবং দেড় কেজি ওজনের প্রতিটি বিক্রি হচ্ছে ২০০০ টাকা থেকে ২৩০০ টাকা।
এদিকে, সব ধরনের চালে প্রতি কেজিতে ১ থেকে ২ টাকা করে বেড়েছে। মিনিকেট চাল ৫৩ টাকা, মিনিকেট নরমল ৫০ টাকা, বিআর আটাশ চাল মান ভেদে ৪৩ থেকে ৪৫ টাকা, কাটারিভোগ চাল ৭৫-৭৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসটি/টিআই