ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
‘সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়’ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য এবং লক্ষ্যমাত্রা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা/ছবি: সংগৃহীত

ঢাকা: সম্মিলিত প্রচেষ্টা ছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য এবং লক্ষ্যমাত্রা বাস্তবায়ন’ কর্মসূচি প্রণয়ন ও কর্মসূচি গ্রহণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি সবার অংশগ্রহণ জরুরি। সবার সম্মিলিত সহযোগিতায় দেশে এসডিজি’র কাঙ্খিত সাফল্য আসবে।

এক্ষেত্রে বিশেষ করে সাংবাদিকদের অংশগ্রহণ প্রশংসনীয়।

মন্ত্রী আরো বলেন, এসডিজি ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। অতি দ্রুত কর্ম-পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নে কাজ শুরু করবো। ইতোমধ্যে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) এসডিজি লক্ষ্যমাত্রাগুলোকে সমন্বিত করেছি। এগুলো বাস্তবায়নে মন্ত্রণালয়/বিভাগভিত্তিক দায়িত্ব ভাগ করেছি। তবে এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অগ্রগতির জন্য একটি ফলাফলভিত্তিক মূল্যায়ন কাঠামোও চূড়ান্ত পর্যায়ে আছে।

তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রশ্নাতীত। তিনি নিজেই অভিষ্ট লক্ষ্য-৬ বৈশ্বিক বাস্তবায়ন কমিটিতে অন্তর্ভ‍ুক্ত হয়েছেন।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেন, যেহেতু এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিজস্ব অর্থায়নের গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতকে অর্থায়ন এবং এসডিজিসহ এ সব বিষয়ে গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ওএফ/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।