ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিএবি এবং জবির একাউন্টিং বিভাগের মধ্যে চুক্তি স্বাক্ষর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আইসিএবি এবং জবির একাউন্টিং বিভাগের মধ্যে চুক্তি স্বাক্ষর জবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও আইসিএবি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আইসিএবি-এর প্রেসিডেন্ট আদিব হোসেন খান, এফসিএ এবং জবি উপাচার্য ড. মীজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমানে চার্টার্ড একাউন্ট্যান্টদের অনেক ক্ষেত্রে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। এতে করে মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আগ্রহ হারিয়ে ফেলছেন। চার্টার্ড একাউন্ট্যান্টদের যথাযথ মূল্যায়ন ও তাদের সম্মানির ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলী নূরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ডিআর/ আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।