ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘ক্লিক বাজিমাত অফার’র পুরস্কার বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, জানুয়ারি ২৬, ২০১৭
‘ক্লিক বাজিমাত অফার’র পুরস্কার বিতরণ ক্লিক বাজিমাত অফারের পুরস্কার বিতরণ

ঢাকা: ‘ক্লিক বাজিমাত অফার’ প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কৃত করেছে দেশের পরিচিত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ‘ক্লিক’।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর আরএফএল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ১৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
 

পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজয়ীদেরকে যথাক্রমে ৩২ ইঞ্চি এলইডি টিভি, ল্যাপটপ, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট ও স্মার্ট ফোন তুলে দেওয়া হয়।

ক্রেতাদের জন্য গত বছরের ২০ নভেম্বর থেকে এক মাসব্যাপী অফারটি দেয় ‘ক্লিক’। ক্লিক ব্র্যান্ডের লাইটিং পণ্য কিনে ক্রেতারা এসএমএস পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্য থেকে চার সপ্তাহে চারজন করে মোট ১৬ জনকে সর্বোচ্চ এসএমএসের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  ক্লিক এর সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মীর হাসান সারোয়ার, ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন আল হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তরা।


বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।