মঙ্গলবার (৩১ জানুয়ারি) লংকাবাংলার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফএস অ্যাপলিকেশন্স-৯ এর অধীনে ফাইন্যানসিয়ালস প্রকিউরমেন্ট, ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট, মানব সম্পদ ডকুমেন্ট ব্যবস্থাপনায় এক নতুন ধারার সূচনা হবে।
মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ অ্যাপলিকেশন্স যোগ্যতা যাচাই, রিক্রুটমেন্ট, ট্রেনিং এবং মানবসম্পদ উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।
এছাড়া মানব সম্পদের প্রায়োগিক দিক যেমন সময় ও উপস্থিতি প্যারোল, কর্মী ব্যবস্থাপনা, বেনিফিটস এবং এক্সপেন্স ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখবে। এতে একজন কর্মীর যোগদান থেকে শুরু করে অবসর নেওয়া পর্যন্ত তার সবকিছু পর্যবেক্ষণ ও ব্যবস্থাগ্রহণ সম্ভব হবে। এ মডিউলটি ফাইন্যান্স, জেনারেল লেজার ও অ্যাকাউন্টস পেএবল ও রিসিভএবল সরাসরি সংযুক্ত থাকবে।
সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, আইএফএস অ্যাপলিকেশন্সটির সক্ষমতা এবং টিমের পেশাদারিত্ব আমাদের উদ্বুদ্ধ করেছে। আমরা আশা করছি সল্যুশনটি দ্রুততম সময়ে বাস্তবায়িত হবে এবং আইএফএস’র সঙ্গে আমাদের দীর্ঘ ও কার্যকর সুসম্পর্ক অব্যাহত থাকবে।
আইএফএস’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসাঙ্গা মারাসিঙ্গে বলেন, লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে সল্যুশনটির সংস্থাপনের ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পেরে আমরা গর্বিত। আমরা নিশ্চিন্ত যে, কোম্পানির দক্ষতা বাড়াতে ও সব বিভাগের সমন্বয়ে একটি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরিতে আমাদের প্রযুক্তি এক বিরাট ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এরকম একটি বড় প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমরা অবগত এবং আস্থাশীল। আমাদের দীর্ঘ অভিজ্ঞ স্থানীয় টিম লংকাবাংলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি মানসম্পন্ন সফটওয়্যার সংস্থাপনে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২০১৭
ওএইচ/এমজেএফ/